দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় (১৯৩৯-৪৫) পৃথিবী দুই শিবিরে বিভক্ত হয়। একদিকে মিত্রশক্তি (Allied Power) -- প্রধান অংশীদার গ্রেটবৃটেন, ফ্রান্স, যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়ন এবং তাদের সহযোগী দেশ ও উপনিবেশ।অন্যদিকে চক্র শক্তি (Axis Power)| গুরুত্বপূর্ণ শক্তি জার্মানী, ইটালী, জাপান ও তাদের সহযোগী দেশ সমূহ। যুদ্ধে মিত্র শক্তি বিজয়ী হয়। বিজয়ের ফলাফল ভাগাভাগিতে মিত্রশক্তির মধ্যে মতানৈক্য সৃষ্টি হয়। মতানৈক্য থেকে শুরু হয় ঠান্ডা লড়াই (Cold war)| ঠান্ডা লড়াইতে পৃথিবী আবার দ্বিধাবিভক্ত হয়। একদিকে আমেরিকার নেতৃত্বে পুঁজিবাদী সমাজ ব্যবস্থার সমর্থক গ্রেট-ব্রিটেন, ফ্রান্স এ (আরো পড়ুন )